October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 20th, 2022, 9:11 pm

নরসিংদীতে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

ফাইল ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলার নলবাটা গ্রামে সোমবার ভোরে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোবিন্দ সরকার জানান, আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলাউদ্দিনের সমর্থক এবং সাবেক সদস্য গুলজার সমর্থকদের মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ভোর সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষ হয়।

তিনি বলেন, সংঘর্ষের সময় দুই পক্ষই গুলি চালায়।

গোবিন্দ সরকার জানান, আহতদের নরসিংদী সদর হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানায়, গত ছয় মাসে এই দুই পক্ষ বেশ কয়েকবার সংঘর্ষে লিপ্ত হয়েছে।

ওসি জানান, পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

—ইউএনবি