নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ঘিরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যকার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ মোট ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবারের এই সংঘর্ষে নিহতরা হলেন আমির হোসেন (৪২), আশরাফুল (১৮) ও খুশি বেগম (৩২)। তারা সবাই সদর উপজেলার আলোকবালী গ্রামের বাসিন্দা। গুলিবিদ্ধ ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সওগাতুল আলম জানান, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
ওসি আরও বলেন, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রিপন ও তার সমর্থকরা বন্দুক ও টেটা (মাছ ধরার বর্শা) নিয়ে অতর্কিতে আবুলের সমর্থকদের ওপর হামলা চালালে আলোকবালী গ্রামে ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। ১৫ জন আহতের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। আহতদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়েরও রয়েছেন বলে ওসি জানান।
তিনি আরও বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
—ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক