October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 30th, 2022, 8:08 pm

‘নর্ডস্টিম পাইপলাইন বিস্ফোরণে ব্রিটিশ নৌ গোয়েন্দারা দায়ী’

অনলাইন ডেস্ক :

নর্ডস্টিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ব্রিটেনের নৌবাহিনীর সদস্যরা জড়িত বলে দাবি করেছে রাশিয়া। এদিকে লন্ডন জানিয়েছে, রাশিয়ার এই দাবি মিথ্যা। ইউক্রেনে ব্যর্থ হওয়ায় রাশিয়া বিশ্বের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য এই দাবি করেছে বলে জানিয়েছে ব্রিটেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নর্ডস্টিম গ্যাস পাইপলাইন ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য ব্রিটেন ধ্বংস করার দাবি সপক্ষে কোনো প্রমাণ দেয়নি রাশিয়া। এ দিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্রিমিয়াতে রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিটে ইউক্রেনের ড্রোন হামলায় সহযোগিতা করেছে ব্রিটিশ গোয়েন্দার এক বিশেষজ্ঞ দল। তাদের দাবি এই ব্রিটিশ গোয়েন্দারা নর্ড স্ট্রিম পাইপলাইন নাশকতার জন্য দায়ী। তারা বলছে, ব্রিটিশ নৌবাহিনীর এই ইউনিটের প্রতিনিধিরা এই বছরের ২৬ সেপ্টেম্বর বাল্টিক সাগরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং বাস্তবায়নে অংশ নিয়েছিল। আর তাতেই নর্ড স্ট্রিম-১ এবং নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইনগুলি উড়িয়ে দেয়া হয়। এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘ইউক্রেনের অবৈধ আগ্রাসনে বিপর্যস্ত অবস্থায় পৌঁছেছে রাশিয়া। এ কারণে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি মহাকাব্যিক মিথ্যার আশ্রয় নিচ্ছে।’ এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, কৃষ্ণ ও বাল্টিক সাগরে রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে সংঘটিত সিরিজ সন্ত্রাসী হামলার বিষয়ে জাতিসংঘে উত্থাপন করা হবে। এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে প্রতিক্রিয়া জানতে চাইবে মস্কো। গত মাসে বালটিক সাগরের নিচ দিয়ে নির্মিত নর্ডস্ট্রিম গ্যাস পাইপলাইনে তিনটি লিকেজ শনাক্ত করা হয়। ২৬ সেপ্টেম্বর নর্ডস্ট্রিম ওয়ান এবং নর্ডস্ট্রিম টু গ্যাস পাইপলাইনে এই লিকেজ দেখা দেয়। ডেনমার্কের ইকোনমিক জোনে প্রথমে নর্ডস্ট্রিম ওয়ানে লিকেজ শনাক্ত করা হয়, তার কয়েক ঘণ্টা আগে নর্ডস্ট্রিম টুতে গ্যাসের চাপ কমে যায়। রাশিয়া থেকে নির্মিত নর্ডস্টিম গ্যাস পাইপলাইনের দৈর্ঘ্য হচ্ছে ১২০০ কিলোমিটার। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছ থেকে বাল্টিক সাগরের নিচ দিয়ে এটি গিয়ে পৌঁছেছে উত্তর-পূর্ব জার্মানিতে।