November 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 22nd, 2024, 8:50 pm

নাইজারে সন্ত্রাসী হামলায় ২৩ সৈন্য নিহত

অনলাইন ডেস্ক :

বুরকিনা ফাসো ও মালির সঙ্গে সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের ‘অ্যামবুশ’ আক্রমণে নাইজারের ২৩ জন সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নাইজারের সৈন্যরা তিন দেশের সীমান্তের তিলাবেরি অঞ্চলে মঙ্গলবার ও বুধবার নিয়মিত নিরাপত্তা টহল কাজে নিয়োজিত ছিল এবং এ সময় জটিল অ্যামবুশ আক্রমণে তারা নিহত হয় বলে জানায় নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ সময় ৩০ জন সন্ত্রাসীও নিহত হয়।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, খুন, চাঁদাবাজি, গবাদি পশু জোর করে নিয়ে যাওয়ায় জড়িত সশস্ত্র সন্ত্রাসীদের কবল থেকে স্থানীয় লোকজনকে রক্ষায় ওই সৈন্য দলটি সেখানে কাজ করছিল। এ সময় দলটির ওপর অতর্কিত হামলা চালায় ১০০ জনের বেশি সন্ত্রাসী। তেগুয়ে ও বানকিলারে এলাকার মাঝামাঝি অবস্থানে থাকা সৈন্যদের ওপর আত্মঘাতী গাড়ি হামলায় ঘরে তৈরি বোমা ব্যবহার করে তারা। হামলায় ২৩ জন সৈন্য নিহত হওয়ার পাশাপাশি আরও ১৭ জন আহত হয়।