October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 25th, 2024, 8:10 pm

নাইজেরিয়ান সি কে’র সঙ্গে জুটি বাঁধলেন নোরা

অনলাইন ডেস্ক :

বলিউডের অন্যতম আইটেম ড্যান্সার হিসেবে পরিচিতি পাওয়া ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি। নিজের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন দুটোতেই শোবিজ জগতে আলোচনায় তিনি। নাচের পাশাপাশি সমানতালে করে যাচ্ছেন অভিনয়। সেই সঙ্গে গানেও রয়েছে দক্ষতা। এবার নতুন করে আবারও গান প্রকাশ করতে চলেছেন নোরা। সঙ্গী নাইজেরিয়ান গায়ক সি কে। গত সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্টোরি দিয়ে সুখবরটি জানিয়েছেন নোরা। তিনি বলেন, ‘এটা আমার পরবর্তী গান, সঙ্গেই থাকুন।’

জানা গেছে, আগামী সপ্তাহে গানটি মুক্তি পাবে। এর আগেই নোরার ভক্তদের মনে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস। সি কে’র পপের সঙ্গে নোরার নৃত্যের ঝলক দেখার জন্য মুখিয়ে আছেন তারা। নোরাকে সর্বশেষ ‘মাডগাও এক্সপ্রেস’ নামক একটি সিনেমায় দেখা গেছে। ডার্ক কমেডি জনরার সিনেমাটি বেশ দর্শকপ্রিয়তা পায়। অভিনেত্রীর হাতে বর্তমানে আরো দুটি সিনেমা রয়েছে। এর মধ্যে ‘ড্যান্সিং ড্যাড’র শুটিং শেষ, রয়েছে মুক্তির অপেক্ষায়।