October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 17th, 2021, 7:09 pm

নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ১৫

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলী এলাকায় বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির সোকোতো প্রদেশের গভর্নর জানান, গত রোববার রাত থেকে গত সোমবার সকাল পর্যন্ত সোকোতোর ইল্লেলা ও গোরোনিও শহরে হামলা ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। এ সময় তাদের গুলিতে ইল্লেলা শহরে ১৩ জন ও গোরোনিও শহরে ২ জন মারা যান। দেশটির সন্ত্রাসকবলিত উত্তরপশ্চিমাঞ্চলে বন্দুকধারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। চলতি বছর পুরো উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় শত শত মানুষ অপহরণ ও হত্যার শিকার হয়েছেন। সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধ করতে ওই অঞ্চলে কঠোর অভিযান শুরু করেছে সেনাবাহিনী। সোকোতো প্রদেশের গভর্নর আমিনু ওয়াজিরি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সোকোতোর ইল্লেলা ও গোরোনিও শহরে হামলা ও লুটপাট করেছে দুষ্কৃতকারীরা। এ সময় তাদের গুলিতে ইল্লেলা শহরে ১৩ জন ও গোরোনিও শহরে দুজনের মৃত্যু হয়।