November 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 10th, 2022, 9:12 pm

নাটোরে ‘কিশোর গ্যাং’য়ের ৫ সদস্য আটক

নাটোরের গুরুদাসপুর থেকে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার কাছিকাটা এলাকার বিভিন্ন দোকান থেকে তাদের আটক করে র‌্যাব।

এই সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক কিশোররা হলো- সোহেলা রানা, ইমন, মোতালেব, শাকিল ও রাকিবুল। তাদের বাড়ি পার্শ্ববর্তী জেলা পাবনার চাটমোহর উপজেলায়।

নাটোর র‌্যাব ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকার বিভিন্ন দোকান থেকে কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্রের মুখে চাঁদা আদায় করছিল। এমন খবরে সেখানে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এই সময় দুটি মোটরসাইকেলসহ গ্যাংয়ের চার সদস্যকে আটক করে তারা। পরে তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

—ইউএনবি