October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 31st, 2023, 7:46 pm

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ কলেজছাত্র নিহত

নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ কলেজছাত্র নিহত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনন(২৩) ও আবির(২৩) তারা দু’জন রাজাপুর অনার্স কলেজের শিক্ষার্থী ছিলেন ও একে অপরের বন্ধু ছিলেন।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এএসআই) আনছার আলী জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মনন তার বন্ধু আবিরকে নিয়ে মোটরসাইকেলে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি থেকে নাটোর-পাবনা মহাসড়ক হয়ে রাজাপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলেও জানান এএসআই।

—-ইউএনবি