October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 19th, 2023, 7:22 pm

নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন

নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে পেট্রোল ঢেলে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানান স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাটোর-বগুড়া মহাসড়কের ভবানীগঞ্জ এলাকায় সরকারি গণগ্রন্থাগারের সামনে মুক্তি সেনা পরিবহন নামে একটি বাস দাঁড়িয়ে ছিল। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, দুর্বৃত্তদের শনাক্তে পুলিশ কাজ করে যাচ্ছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

—-ইউএনবি