November 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 24th, 2024, 12:38 pm

নাটোরে দুটি যানবাহন থেকে ৬০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৬

নাটোরে মিনি ট্রাক ও প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে।

শনিবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার হয়বতপুর বাজারে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- কুড়িগ্রামের নুরুল আমিন, নাজমুল হক, নজরুল ইসলাম, এরশাদুল হক ও রংপুরের বকুল।

গোয়েন্দা পরিদর্শক পারভীন আক্তার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর একটি গোয়েন্দা ইউনিট শনিবার রাত ৯টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুর বাজারে নাটোর-ঢাকা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় নাটোরমুখী একটি মিনি ট্রাক ও একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তোষকের আদলে বানানো ৩টি প্যাকেট থেকে ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়।

৬ জনের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

—-ইউএনবি