September 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 13th, 2023, 7:47 pm

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২, আহত ৪

ফাইল ছবি

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারজন। শুক্রবার জেলার সদর উপজেলায় এই দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- পারুল বেগম (৩০) ও দোকান কর্মচারী হানিফ (৪০)।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এল এম মাসুদ জানায়, বেলা ১১টার দিকে নাটোর শহরের হরিশপুর পুলিশ লাইন্সের সামনে রাস্তা পারাপারের সময় মাক্রোবাসের চাপায় হানিফ নিহত হয়েছেন।

একই সময় সদর উপজেলার চক তেবাড়িয়া এলাকায় ট্যাংকলরির ধাক্কায় পারুল বেগম (৩০) নামে এক নারী নিহত হন। আহত হয় নিহত পারুলের ছেলে, মা, বোন ও ভ্যানচালক।

এর মধ্যে ভ্যানচালকের অবস্থা আশংকাজনক। তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

—-ইউএনবি