নাটোরে বাস-ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নাটোর সদর উপজেলার তকিয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্রাকচালক ঝিনাইদহের আবু মুসা ও কাঠ ব্যবসায়ী কুষ্টিয়ার আসাদুল হক।
নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান জানান, রাত দেড়টার দিকে নাটোর সদর উপজেলার তকিয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাড়কে ঢাকা খেকে রাজশাহীগামী নৈশকোচের সাথে বিপরীতমুখী কাঠবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এসময় অপর একটি মিনি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান রাতেই সড়িয়ে নেয়া হয়।
—ইউএনবি
আরও পড়ুন
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৩৩৮ প্রার্থীর আপিল: ইসি
৩৩৮ ওসি ও ২০৫ জন ইউএনওর বদলির প্রস্তাবে ইসির অনুমোদন
নাশকতার মামলায় বিএনপির ২৯ নেতা-কর্মীর কারাদণ্ড