July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 20th, 2022, 7:13 pm

নাটোরে বিস্ফোরক আইনে বিএনপির ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোরের লালপুরে বিএনপির দলীয় কার্যালয়ের পাশে পাঁচটি ককটেল ও দুইটি বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় ২৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করা হয়েছে।

লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হালদার ও স্থানীয় যুবলীগ কর্মী শরিফুল নেওয়াজ বাদী হয়ে শনিবার দিবাগত মধ্যরাতে পৌরসভা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলামসহ দলটির নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

মামলা সূত্র বলছে, শনিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বিএনপি কার্যালয়ের সামনে থেকে যুবলীগ নেতাকর্মীদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (লালপুর সার্কেল) শরীফ আল রাজীব বলেন, পরে তারা অফিসের পাশ থেকে পাঁচটি ককটেল ও দুটি বোমার মতো বস্তু উদ্ধার করে। পরে পুলিশ কার্যালয়টি সিলগালা করে দেয়।

এর আগে ১৫ নভেম্বর রাতে অভিযুক্ত নজরুল ইসলামের নেতৃত্বে সভা চলাকালে ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, এ ঘটনায় এখনও কাউকে ধরা হয়নি।

—ইউএনবি