নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মানিকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত আব্দুল করিম (৪০) ঢাকার আমিন বাজার এলাকায় বসবাস করতেন।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলিমুর আর রাজি বলেন, সকাল ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় ঢাকা থেকে মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির আটজন আহত হয়।
তিনি আরও বলেন যে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আব্দুল করিমকে মৃত ঘোষণা করেন।
—-ইউএনবি
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের