নাটোর সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে ওই স্কুলছাত্রী তার মায়ের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়ে নানাবাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু সন্ধ্যায় ছাতনী এলাকায় পৌঁছে ওই ছাত্রী পথ হারিয়ে ফেলে।
এ সময় ওই ছাত্রীকে নানাবাড়ি পৌঁছে দেয়ার কথা বলে কয়েকজন বখাটে তাকে ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ধাওয়া করে পাঁচজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।
পরে ৯৯৯ এ ফোন করলে রাত ২টার দিকে পুলিশ গিয়ে ধর্ষণের শিকার ছাত্রীকে উদ্ধার করে এবং আটক পাঁচজনকে থানায় নিয়ে যায় বলে জানান ওসি।
—ইউএনবি
আরও পড়ুন
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের কিছু করার নেই: আইনমন্ত্রী
মার্কিন ভিসা নীতির কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না: আইজিপি
তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে