September 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 22nd, 2023, 6:57 pm

নাটোরে স্যান্ডেলের ভেতর থেকে ২১ লাখ টাকার হেরোইন জব্দ, নারীসহ গ্রেপ্তার ২

নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকায় মোটরসাইকেল আরোহীর স্যান্ডেলের ভেতর থেকে ২১ লাখ টাকা মূল্যের হেরোইন জব্দ করা হয়েছে। এসময় নারীসহ দুইজনকে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রবিবার ভোরে নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় এক গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেলের গতিরোধ করে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৫।

গ্রেপ্তার মাসুদ রানা(৩৪) রাজশাহীর গোদাগাড়ি থানার মকিশালবাড়ি গ্রামের চান্দু রহমানের ছেলে এবং অন্যজন হলেন ফাতেমা বেগম(৪৫), বাড়ি নাটোর শহরের পশ্চিম বড়গাছা এলাকায়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় একটি মোটরসাইকেলের গতিরোধ করে নাটোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা। এসময় মোটরসাইকেল চালক মাসুদ রানা ও নারী আরোহী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রানার স্বীকারোক্তি অনুযায়ী তার স্যান্ডেল কেটে জব্দ করা হয় ২১০ গ্রাম হেরোইন।

র‍্যাব আরও জানায়, তাদের আটক করে পরে মাদক আইনে মামলা দিয়ে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদকপাচারকারী বলে জানায় র‌্যাব।

—-ইউএনবি