October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 25th, 2022, 9:12 pm

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার উপজেলার তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বারিক সরদার (৬০) পাবনা জেলার বাসিন্দা।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে উপজেলার তরমুজ পাম্প এলাকায় নাটোর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে বিপরীতমুখি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহত পাঁচ জনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে বারিকের মৃত্যু হয়।

দুর্ঘটনার কারণে বনপাড়া-হাটিকুমরুল-বঙ্গবন্ধু সেতু সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে জানান তিনি।

—ইউএনবি