October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 30th, 2023, 7:33 pm

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস আর নেই

নাটোর-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বুধবার (৩০ আগস্ট) ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ৫ বার নাটোর-৪ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বচিত হন।

এর আগে শনিবার আওয়ামী লীগের এই নেতা অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় আনা হয়। তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, আওয়ামী লীগের নাটোর জেলা শাখার সভাপতি কুদ্দুস ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। যেখানে সকাল ৭টা ২২ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

—-ইউএনবি