October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 29th, 2023, 8:17 pm

নাদালের পাশে জোকোভিচ

অনলাইন ডেস্ক :

নোভাক জোকোভিচের পর সবচেয়ে কম বয়সে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছানোর দৃষ্টান্ত স্থাপন করেছেন স্তেফানোস সিসিপাস। সুযোগ ছিল নোভাক জোকোভিচকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের সঙ্গে পুরনো হিসাব-কিতাব বুঝে নেওয়ার। কিন্তু পরবর্তী প্রজন্মের মশাল যাদের হাতে শোভা পাচ্ছে বলে ধরা হচ্ছে; তাদের অন্যতম সিসিপাস সার্বিয়ান তারকার সামনে বাধা হতে পারলেন না। সিসিপাসকে হারিয়ে প্রত্যাশিতভাবে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ঘরে তুলেছেন নোভাক জোকোভিচ-ই। আগেই জানা ছিল এই গ্র্র্যান্ড স্লাম যিনি জিতবেন। তিনি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আসনটা দখলে নেবেন। এই সুযোগটি হাতছাড়া করতে চাননি কেউ। তাই তো ফাইনালটা হয়েছে ফাইনালের মতো। প্রথম সেট বাদে বাকি সেটগুলোয় তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুজন। শেষ পর্যন্ত ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫) গেমে ফাইনাল জিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আসনটা দখলে নিতে যাচ্ছেন জোকোভিচ। এর সঙ্গে রাফায়েল নাদালের রেকর্ড ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। এটি আবার জোকোভিচের রেকর্ড ১০তম অস্ট্রেলিয়ান ওপেন জয়। ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেনে এই জোকোভিচের কাছে পরাজিত হয়েই প্রথম মেজর জেতা হয়নি সিসিপাসের। আরও একটি পরাজয়ে ২৪ বছর বয়সী তারকার অপেক্ষাটা আরও দীর্ঘ হলো।