March 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 21st, 2021, 6:59 pm

নামের শেষে ‘রহমান’ বাদ দিয়ে আরমান যুক্ত করলেন ইভা

অনলাইন ডেস্ক :

দ্বিতীয় বিয়ের পর নিজের নামের শেষে ‘রহমান’ বাদ দিয়েছেন কণ্ঠশিল্পী ইভা। অর্থাৎ নামের সঙ্গে আর ‘রহমান’ অংশটি থাকছে না। নতুন করে নামের সঙ্গে যুক্ত করেছেন ‘আরমান’। এ বিষয়ে ইভা বলেন, এখন থেকে আমাকে আর ‘ইভা রহমান’ নয়, ‘ইভা আরমান’ ডাকবেন।’’ ইভা রহমান কিংবা তার মতে ইভা আরমান জানান, গত ৪ জুন তার বিচ্ছেদ হয়। গত ১৭ সেপ্টেম্বর ডিভোর্স সার্টিফিকেট হাতে পান। তখন থেকেই নাম থেকে ‘রহমান’ মুছে ফেলেছেন। আর নতুন করে নামের শেষে যুক্ত করেছেন ‘আরমান’। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ‘ইভা রহমান’ বাদ দিয়ে লিখেছেন ‘ইভা আরমান’। ইভা বিয়ে করেছেন সোহেল আরমান নামে এক ব্যবসায়ীকে। নতুন স্বামীর নামের শেষ অংশ নিজের নামে যুক্ত করেছেন বলে জানান ইভা। রোববার ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইভা বলেন, ‘ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ ইভার গাওয়া গানের অ্যালবাম সংখ্যা ৩০টির মতো। এর মধ্যে ‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকী’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আধার’, ‘মন থেকে দূরে নও’, ’মন আমার’, ‘মন সাগরে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’ অ্যালবামের বাছাই করা কিছু গানের ভিডিও চিত্রায়ন হয়েছে দেশে এবং দেশের বাইরের লোকেশনে।