October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 11th, 2023, 7:17 pm

নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ফাইল ছবি

জরুরি পাইপলাইন পরিবর্তনের কাজে নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের বিভিন্ন এলাকায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১১ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ১২ ঘণ্টা জেলার মুড়াপাড়া, বানিয়াদী, মঙ্গলখালী, ভায়েলা, ঠাকুরবাড়ির টেক, ব্রাক্ষ্মণগাঁও, ছোনাবো, ভুলতা, গাউসিয়া, রুপসী, বড়পা ও কাঞ্চন এলাকায় গ্যাস থাকবে না।।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আড়াইহাজার ও আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

—ইউএনবি