November 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 2nd, 2023, 7:37 pm

নারায়ণগঞ্জে টায়ার বিস্ফোরণে কলেজ শিক্ষক নিহত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় দ্রুতগামী ট্রাকের টায়ার বিস্ফোরণে ৩৫ বছর বয়সী এক কলেজ শিক্ষক নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন।

রবিবার দুপুর ১২টার দিকে চিটাগাং রোড মাছের বাজার সংলগ্ন বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জসিমউদ্দিন জসিম (৩৫) ফরিদপুরের আলফাডাঙ্গার বাসিন্দা মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহতের স্ত্রী জুবাইদা শারমিন (২২) এখন ঢাকা মেডিকেল কলেজ (ডিএইচএমসি) হাসপাতালে চিকিৎসাধীন।

জুবাইদা জানান, দুপুর ১২টার দিকে চিটাগাং রোড মাছের বাজার সংলগ্ন বাসস্ট্যান্ডে মিরপুরের উদ্দেশে বাসের জন্য অপেক্ষা করার সময় চলন্ত ট্রাকের চাকা ফেটে যায়। এতে দুজনেই আহত হয়ে রাস্তায় পড়ে যান।

পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সুজন নামে এক পথচারী তাদের ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে জসিম মারা যান। ‘লাশটির ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

পরিদর্শক বলেন, সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

—ইউএনবি