June 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 31st, 2023, 8:09 pm

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২ পিকআপ ভ্যানে আগুন

নারায়ণগঞ্জের মদনপুরের দেওয়ানবাগ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ভাঙচুর ও দুটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে বন্দর স্টিল সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ একদল যুবক এসে মহাসড়কে চলাচলরত যানবাহনে ইট-পাটকেল ছুঁড়ে ও ভাঙচুর শুরু করে। এ সময় দুটি পিকআপ ভ্যানে তারা আগুন দেয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর জানান, আমার এলাকায় কোনো যানবাহনে অগ্নিসংযোগ ঘটেনি। শুধুমাত্র একটি পিকাপ ভ্যানে কয়েকজন ঢিল ছুঁড়ার চেষ্টা করেছে।

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানান, বিএনপির কেউ আগুন দেয়নি বা ভাঙচুর করেনি। এটি আওয়ামী লীগের কাজ। তারা এ ঘটনা ঘটিয়ে মামলা করবে বিএনপির নেতা-কর্মীদের নামে।

—-ইউএনবি