October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 15th, 2022, 1:15 pm

নারায়ণগঞ্জ শীতলক্ষ্যায় নৌকাডুবে নিহত ৩

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে শুক্রবার বন্দর এলাকায় ফেরির ধাক্কায় নৌকা ডুবে তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার জিমি (২০), শাওন (১৬) ও রিফাত (১৭)। নৌকার আরও ১১ যাত্রী সাঁতরে নিরাপদে কুলে উঠতে সক্ষম হন। তবে কেউ নিখোঁজ হননি।

রাত ৯টার দিকে ১৪ জন যাত্রী নিয়ে নবীগঞ্জ ফেরি ঘাট থেকে হাজীগঞ্জ ঘাটে যাওয়ার উদ্দেশে নৌকাটি রওয়ানা দেয়।

নৌকার সামনের অংশ অতিরিক্ত বোঝাই হয়ে যাওয়ায় ফেরিতে ধাক্কা মারলে জাহাজটি কাত হয়ে যায়।

নৌকার সাম‌নের অং‌শে যাত্রী বে‌শি থাকায় সাম‌নের অংশ‌টি দে‌বে ছিল। এরই ম‌ধ্যে ইঞ্জিন চা‌লিত নৌকা‌টি থে‌মে থাকা ফেরির সঙ্গে ধাক্কা লেগে ডু‌বে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বিভাগের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, নৌকাডুবির দুই ঘণ্টা পর রাত ১১টার দিকে নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে শাওন ও জিমির লাশ উদ্ধার করা হয়। মধ্যরাতে রিফাতের লাশ পাওয়া যায়।

নারায়ণগঞ্জ সদরের নৌ পুলিশের উপপরিদর্শক মো. ফোরকান (এসআই) জানান, দুর্ঘটনার পর নৌকায় ধারণক্ষমতার বেশি যাত্রী নেয়ার অপরাধ মাঝি আলমগীরকে আটক করা হয়েছে।

—ইউএনবি