নারায়ণগঞ্জে স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম প্রধান আসামি মো. কাউসার আহম্মেদ হিমেল ওরফে কালুকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -১১।
মঙ্গলবার র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ১৬ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় এক স্কুল ছাত্রী (১৪) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। ওই ঘটনায় জেলার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়।
মামলায় আসামি হৃদয় গ্রেপ্তার হলেও কালু সহ অন্যান্য আসামিরা পলাতক ছিলেন। সোমবার র্যাব-১১ এর একটি আভিযানিক দল কুমিল্লার দাউদকান্দি থেকে মামলার অন্যতম প্রধান আসামি মো. কাউসার আহম্মেদ হিমেল ওরফে কালুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মামলার অন্যান্য পলাতক আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
র্যাব জানায়, আসামি মো.কাউসার আহম্মেদ হিমেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলা ও দুইটি হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এছাড়া তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
—ইউএনবি
আরও পড়ুন
এফআইআরে নাম থাকলেই গ্রেপ্তার নয়, পুলিশ আগে তদন্ত করবে: ডিএমপি কমিশনার
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার