October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 15th, 2021, 9:09 pm

নারীকে গরু হিসেবে দেখিয়ে ক্ষমা চাইলো দ. কোরীয় কোম্পানি

অনলাইন ডেস্ক :

বিজ্ঞাপনে নারীদের গরু হিসেবে দেখানোয় ক্ষমা চাইতে বাধ্য হয়েছে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় ডেইরি ব্র্যান্ড সিউল মিল্ক। ওই ভিডিওতে দেখা যায়, এক পুরুষ গোপনে মাঠে থাকা নারীদের ছবি তুলছেন, পরে ওই পুরুষের উপস্থিতি টের পেয়ে নারীরা সব গরু হয়ে যায়। তীব্র সমালোচনার মুখে পড়ে কোম্পানিটি ইউটিউব থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেয়। কিন্তু ইন্টারনেট ব্যবহারকারীরা ফের আপলোড করলে এটি ভাইরাল হয়ে পড়ে। অনেকেই বিজ্ঞাপনে দেখানো পুরুষটির আচরণকে ‘মোলকা’ বা গোপনে ছবি ধারণের অবৈধ চর্চার সঙ্গে তুলনা করেছেন। সিউল মিল্ক এর প্যারেন্ট কোম্পানি সিউল ডেইরি কোঅপারেটিভ এক অনলাইনে পোস্টে ক্ষমা চেয়ে লিখেছে, ‘গত মাসের ২৯ তারিখে প্রকাশিত দুধের বিজ্ঞাপনে যারা অস্বস্তি অনুভব করেছেন তাদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’ এতে আরও বলা হয়, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং একটি অভ্যন্তরীণ পর্যালোচনা করা হবে। এ ছাড়া ভবিষ্যতে এই ধরণের ঘটনা এড়াতে অতিরিক্ত যতœশীল থাকবো। ক্ষমা প্রার্থনা করে আমরা মাথা নত করছি।’ বিজ্ঞাপনটি শুরু হয়, প্রত্যন্ত এলাকার ছবি দেখানোর মাধ্যমে। ছবির সঙ্গে এক পুরুষের কণ্ঠে শোনা যায়, ‘শেষ পর্যন্ত আমরা তাদের আদিম পরিশুদ্ধতায় ক্যামেরায় ধারণ করতে সক্ষম হয়েছি।’ এরপরই এক পুরুষ ঝোপের আড়ালে লুকিয়ে থেকে এক দল নারীর ছবি তুলতে থাকে। ওই নারীরা ইয়োগা করার পাশাপাশি প্রবাহ থেকে পানি পান করছিলেন। পুরুষটি অসতর্কতায় একটি কাঠের টুকরায় পা দিয়ে শব্দ করে ফেললে হঠাৎ করে নারীরা গরুতে পরিণত হয়। বিজ্ঞাপনটি শেষে বলা হয়, ‘পরিষ্কার পানি, প্রাকৃতিক খাবার, শতভাগ পরিশুদ্ধ সিউল দুধ।’ বিজ্ঞাপনটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় শুরু হয় পুরুষ আধিপত্য আর জেন্ডার স্পর্শকাতরতা নিয়ে বিতর্ক। তবে সমালোচনা কেবল নারীদের গরু হিসেবে দেখানো নিয়েই থেমে থাকেনি।অনেকেই বলতে থাকেন, পুরুষটির গোপনে নারীদের ছবি ধারণ করা দেখানোয় দেশটিতে গোপনে ছবি ধারণের অপরাধ বাড়াতে ভূমিকা রাখবে। গত কয়েক বছরে দেশটিতে এই ধরণের অপরাধ এমনিতেই বেড়েছে। ভুলের কারণে সিউল মিল্ক এর খবরের শিরোনাম হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। ২০০৩ সালে কোম্পানিটি এক প্রদর্শনীতে দেখায় নগ্ন মডেলরা একে অপরের দিকে দই ছুড়ছে। ওই ঘটনার পর এতে অংশ নেওয়া মডেল এবং সিউল মিল্ক এর মার্কেটিং প্রধানকে অশ্লীলতার জন্য জরিমানা করা হয়।