October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 21st, 2022, 8:06 pm

নারী এশিয়া কাপের প্রথম দিনই বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আগামী ১ অক্টোবর থেকে সিলেটে শুরু হতে যাওয়া নারী এশিয়া কাপ ক্রিকেটের প্রথম দিনই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। প্রথম দিনের শেষ ম্যাচে মাঠে নামবে ভারত ও শ্রীলঙ্কা। এবারের টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। গত মঙ্গলবার নারী এশিয়া কাপের অষ্টম আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৭টি দলকে নিয়ে এবারের আসর অনুষ্ঠিত হবে। লিগ পদ্ধতিতে একে-অপরের মুখোমুখি হবে অংশ নেওয়া দলগুলো। ৩ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এরপর ৬ অক্টোবর মালয়েশিয়ার বিপক্ষে, ৮ অক্টোবর ভারতের বিপক্ষে, ১০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে, ১১ অক্টোবর লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশের প্রমীলারা। লিগ পর্বের সেরা চার দল সেমিফাইনালে খেলবে। সেমিতে লিগ পর্বে প্রথম হওয়া দলটি লড়বে চতুর্থ হওয়া দলের সঙ্গে। আর দ্বিতীয় স্থানে থাকা দলটি খেলবে তৃতীয় হওয়া দলের সঙ্গে। ১৩ অক্টোবর হবে দু’টি সেমিফাইনাল। ১৫ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ১৫ দিনের এই টুর্নামেন্ট। এবারের এশিয়া কাপের পুরো আসরটিই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ওয়ান ও সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়ামে গ্রাউন্ড টুতে। ২০০৮ সালে নারীদের সর্বশেষ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিলো। মালয়েশিয়ার কুয়ালালামপুরের সপ্তম আসরের ঐ ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতেছিলো বাংলাদেশ। তার আগে টানা ছয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো ভারত।