October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 7th, 2022, 3:30 pm

নারী ও কন্যা শিশুর প্রতি পারিবারিক সহিংসতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :

‘নিরব না থেকে আওয়াজ তুলুন, পারিবারিক সহিংসতা বন্ধ করুন’ এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নে নারী ও কন্যা শিশুর প্রতি পারিবারিক সহিংসতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ নামে সামাজিক সচেতনতামূলক ব্যতিক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রান্তিকজনগোষ্ঠীর ক্ষমতায়নে সামাজিক অংশীদারিত্ব বৃদ্ধি (প্রসপেক্ট) প্রকল্পের আওতায়, বিএমজেড ও নেটজ বাংলাদেশ এর অর্থায়নে এবং পল্লীশ্রীর বাস্তবায়নে লক্ষীটারী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী। এসময় প্রজেক্ট কো-অর্ডিনেটর মতিয়া বেগম মুক্তি, এরিয়া কো-অর্ডিনেটর মশিয়ার রহমান, ফাইন্যান্স অফিসার মাহমুদ আল ফরিদ, ফিল্ড ফ্যাসিলিটেটর আখেরা খাতুন, মাজেদুর রহমান, সাহিদা ইয়াসমিন, দবিরুল ইসলাম, আরজুমা বেগম, হাবিবুর রহমানসহ ইউপি সদস্য, সচিব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধনের পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে বুড়িডাঙ্গি মান্দ্রাইন দিয়ে চেংমারী হয়ে সরকারটারীতে গিয়ে সামাজিক সচেতনতামূলক আলোচনার মাধ্যমে সমাপ্তি হয়। র‌্যালিটি রাস্তা দিয়ে প্রদক্ষিন করার সময় রাস্তার দুধারে নারী পুরুষ বিভিন্ন সচেতনতামূলক লেখার প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে দাড়িয়ে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এছাড়া প্রায় ৩ কিলোমিটার জুড়ে র‌্যালিটি প্রদক্ষিনকালে প্রায় ৫ শতাধিক শিশু, নারী, পুরুষ অংশগ্রহণ করে।