October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 29th, 2024, 9:04 pm

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ : প্রস্তুতি ম্যাচে লংকানদের কাছে হারলো বাঘিনীরা

অনলাইন ডেস্ক :

ব্যাটিং ব্যর্থতায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হারলো বাংলাদেশ দল। দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলংকার কাছে ৩৩ রানে হেরেছে টাইগ্রেসরা। এ ম্যাচে হ্যাট্টিক করেন শ্রীলংকার বাঁ-হাতি স্পিনার সুগান্দিকা কুমারি। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। প্রথম ১৭ বলে ৩৭ রানে তুলে ফেলে শ্রীলংকার ওপেনাররা। তবে পাওয়ার প্লেতে ২ রানের ব্যবধানে শ্রীলংকার ২ উইকেট তুলে নেন অফ-স্পিনার সুলতানা খাতুন ও পেসার জাহানারা আলম।

চতুর্থ উইকেটে ৪৭ বলে ৫৮ রানের জুটিতে শ্রীলংকার রান তিন অংকে নেন দুই মিডল অর্ডার ব্যাটার হাসিনি পেরেরা ও নিলাকশিকা সিলভা। ৩টি চারে পেরেরার ৩৯ বলে ৪৩ এবং ৪টি বাউন্ডারিতে নিলাকশিকার ২৩ বলে ৩০ রানের উপর ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রানের লড়াকু সংগ্রহ পায় শ্রীলংকা। ১৪৪ রানের টার্গেটে নবম ওভারে ৩৯ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টায় স্বর্ণাকে নিয়ে পঞ্চম উইকেটে ২২ রানের জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা। ১৪তম ওভারে স্বর্ণা-নিগারের জুটি ভাঙেন কুমারি। ঐ ওভারের প্রথম দুই বলে স্বর্ণাকে ৮ ও রিতু মনিকে শূন্য হাতে ফিরিয়ে হ্যাট্টিকের সুযোগ তৈরি করেন কুমারি। তৃতীয় ডেলিভারিতে ওয়াইড বলে রাবেয়া খানকে শূন্যতে স্টাম্পড আউট করে হ্যাট্টিকের স্বাদ নেন কুমারি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১১০ রান করে ম্যাচ হারে বাঘিনীরা। আগামী ৩০ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।