December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 15th, 2024, 7:43 pm

নারী ভক্তের কান্ডে বিস্মিত জায়েদ খান

অনলাইন ডেস্ক :

অভিনয়ের বাইরে ব্যক্তিগত কর্মকান্ড নিয়ে বরাবরই আলোচনায় থাকেন চিত্রনায়ক জায়েদ খান। প্রথমবারের মতো কানাডায় গিয়ে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছেন তিনি। দেশটির ক্যালগারিতে গত রোববার পারফর্ম করার সময় এক নারী ভক্ত জায়েদ খানের ছবি সম্বলিত টি-শার্ট পরে দৌড়ে স্টেজে ওঠেন। যা দেখে বিস্মিত হয়েছেন নায়ক নিজেই। তিনি জানান, মঞ্চে পারফর্মের মধ্যেই তিনি দেখতে পান কানাডা প্রবাসী এক নারী তার ছবি ছাপানো টি-শার্ট পরে দৌড়ে স্টেজে আসছেন।

জায়েদ খানের ভাষ্যে, ‘এই প্রথম কানাডায় পারফর্ম করতে এসেছি আমি। এখানকার বাঙালিরা যে আমাকে এত ভালোবাসে সেটা না এলে বুঝতাম না। একজন নারী বুকের মধ্যে আমার ছবি নিয়ে স্টেজে উঠে আসায় আমি সত্যিই অনেক বেশি বিস্মিত হয়েছি।’ তিনি আরও বলেন, ‘অনেকে জানিয়েছে দূর থেকে ড্রাইভ করে এসেছেন আমাকে দেখতে। তারা এসে আমার সঙ্গে ছবি তোলার সময় এগুলো বলেছে। ১৪ বছরের এক বাচ্চা নিজে টাকা জমিয়ে আমার জন্য টি-শার্ট ও ব্যাগ উপহার নিয়ে এসেছে। যখন আমি মঞ্চে উঠি আমাকে পেয়ে সবাই চিৎকার দিতে থাকে। এই ভালোবাসাগুলো কীভাবে প্রকাশ করতে হয় আমার জানা নেই।’