অনলাইন ডেস্ক :
বাফুফেতে কাউন্সিলরশিপ বা ভোটাধিকার আছে ছেলেদের খেলায় অংশ নেওয়া ক্লাবগুলোর। সেখানে মেয়েদের খেলায় অংশ নেওয়া ক্লাবগুলো ব্রাত্য। তবে এবার নারী লিগে চতুর্থ আসরে খেলা দলগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে। চলমান নারী লিগে খেলা দলগুলো চাইছে কাউন্সিলরশিপ। যেন আসন্ন অক্টোবরের ফুটবল নির্বাচনে তাদের ভোটাধিকার থাকে। মঙ্গলবার নারী উইং কমিটির সভাতে এ নিয়ে আলোচনা হয়েছে। ক্লাবগুলোর আবেদনে সায় দিয়ে তা এখন বাফুফের নির্বাহী কমিটির সভাতে ওঠার অপেক্ষা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বাফুফে ভবনে সভা শেষে নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ক্লাবগুলোর পাশে থেকে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘নারী লিগে দলগুলো অনেক কষ্ট করে খেলছে। তারা কোনো স্বীকৃতি পায় না। এবার তারা কাউন্সিলরশিপ চাইছে। আমি মনে করি তাদের চাওয়ার অধিকার আছে। এখন তাদের এই আবেদন নির্বাহী কমিটির কাছে পাঠাবো। এরপর বার্ষিক সাধারণ সভাতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
কাউন্সিলরশিপ প্রাপ্তির পেছনে আরও যুক্তি তুলে ধরে কিরণ বলেছেন, ‘কাউন্সিলরশিপ পেলে তখন বড় বড় ক্লাবগুলো নারী লিগে আসবে। খেলাতে আরও প্রতিদ্বন্দ্বিতা হবে। এছাড়া সভাতে ৩১ মে ও ৩ জুন চাইনিজ তাইপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার বিষয়ে আলোচনা হয়েছে। ম্যাচ দুটি হবে কিংস অ্যারেনাতে ফ্লাডলাইটে। বর্তমানে লিগ চলছে। তবে কিরণ বলেছেন, ‘লিগ চললেও যারা জাতীয় দলে আছিন তাদের অনুশীলনও হচ্ছে। এতে করে মেয়েদের ওপর বাড়তি চাপ পড়ছে। তবে কিছু করার নেই। সকালে জাতীয় দলে পরবর্তীতে ক্লাব দলের অনুশীলন একই সঙ্গে হচ্ছে।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা