অনলাইন ডেস্ক :
মার্কিন অভিনেতা জেমস ফ্রাঙ্কো স্বীকার করেছেন, তার যৌন আসক্তি আছে। অভিনয় শেখার স্কুলের ছাত্রীদের সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগ ওঠার দীর্ঘ সময় পর তা স্বীকার করলেন অস্কারে মনোনয়ন পাওয়া এই অভিনেতা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নারী শিক্ষার্থীদের প্রতি যৌন অসদাচরণ করার জন্য মামলা দায়েরের পর জুলাই মাসে তিনি ২২ লাখ ডলার দিতে রাজি হন বলে স্বীকার করেছেন। দ্য জিস কাগল পডকাস্টে কথা বলার সময় তিনি বলেন, পড়ানোর ওই সময়ে ছাত্রীদের সঙ্গে বিছানায় গেছেন। আর সেটা ভুল হয়েছে বলেও স্বীকার করেন তিনি। তিনি আরো বলেন, শারীরিক সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে নারীদের প্রলুব্ধ করার জন্য স্কুলে পাঠদান শুরু করেননি। এই অভিনেতা আরো বলেন, আমি এত দীর্ঘ সময় ধরে চুপচাপ ছিলাম; তার কারণ হলো- অনেক লোক আমার ব্যাপারে বিরক্ত ছিল এবং আমার অনেক কটূ কথা শুনতে হয়েছে। জানা গেছে, ২০১৯ সালে লস অ্যাঞ্জেলসে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। অভিযোগে বলা হয়, নিজের অবস্থানকে কাজে লাগিয়ে নারী শিক্ষার্থীদের যৌন নিপীড়ন করেছেন জেমস। অবশ্য ওই সময় অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছিলেন তিনি। এত দিন পর তা স্বীকার করলেন। সূত্র: বিবিসি।
আরও পড়ুন
ভিসা সমস্যায় ভারতের সিনেমা থেকে সরে গেলেন ফারিণ
একইসঙ্গে দুই ওটিটিতে আসছে তুফান
এবার সরকারি বিজ্ঞাপনে সরব হলেন নিরব