অনলাইন ডেস্ক :
বাবা শাকিব খান বাংলা চলচ্চিত্রের সুপারস্টার, মা বুবলীও আলোচিত নায়িকা। তারকা বাবা-মায়ের সুবাদের তাদের আড়াই বছরের পুত্র সন্তান শেহজাদ খান ইতোমধ্যেই তারকা বনে গেছে। বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় ‘স্টার কিড’ ছোট্ট শেহজাদ! গত বৃহস্পতিবার বিকেলে শেহজাদের স্টাইলিশ কয়েকটি তার মা বুবলী ফ্যান পেজে পোস্ট করেন। সেখানে দেখা যায়, মাথায় ক্যাপ দিয়ে, সানগ্লাস চোখে, হাতে ব্রেসলেট পরে বসে আছে শেহজাদ। বুবলী ছবিগুলো পোস্ট করে লিখেছেন, সবাই সাবধান!! শহরে নতুন বাপজান শেহজাদ খান বীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গে শেহজাদের ছবিগুলো ভাইরাল হয়ে যায়। মাত্র দুঘণ্টায় লক্ষাধিক লাইক দেখা যায় ওই পোস্টে। পাশাপাশি ১৩ হাজারের অধিক অনুসারী ওই পোস্টে কমেন্ট করে শেহজাদকে শুভকামনা জানায়। কেউ কেউ লিখেছেন, আমাদের ছোট্ট সুপারস্টার। আবার কেউ লিখেছেন, বাপকা বেটা, শেহজাদ পুরাই নায়ক। অনেকেই কিউটের ডিব্বা, সো কিউট মাশাল্লাহ লিখে মন্তব্য করেছেন। আড়াই বছর পর ছোট্ট রাজপুত্র শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে আনেন চিত্রনায়িকা বুবলী। শাকিব-বুবলীর প্রথম সন্তান বীর। গত ৩০ সেপ্টেম্বর শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেল শেহজাদের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। বুবলীর পক্ষ থেকে জানা যায় ২০ জুলাই ২০১৮ সালে তিনি শাকিব খানকে বিয়ে করেন। ২০২০ আমার ২১ মার্চ যুক্তরাষ্ট্রে শেহজাদের জন্ম হয়।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ