October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 3rd, 2022, 7:39 pm

নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ল নারী ক্রিকেট দল

অনলাইন ডেস্ক :

টুর্নামেন্ট শুরু হতে আরো এক মাস বাকি। কিন্তু প্রতিকূল কন্ডিশনে মানিয়ে নিতে আগেভাগেই নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে বাংলাদেশ দলের ২০ সদস্যের বহর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে দেশ ত্যাগ করেছে। সিঙ্গাপুর হয়ে নিগার সুলতানার দল অকল্যান্ডে পৌঁছবে বলে জানা গেছে। বিসিবির সূত্র জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় অকল্যান্ডে পৌঁছবে বাংলাদেশ দল। এরপর ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর অনুশীলন শুরু করবে দেশে মাত্র পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প করে যাওয়া বাংলাদেশ দল। উল্লেখ্য, টাইগ্রেসদের যাত্রার আগেই জানা গেছে যে একজন ক্রিকেটারসহ দলের আরো দুই সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। তাদের রেখেই বাকিরা বিমানে উঠেছেন। আক্রান্ত তিনজনকে ৮ দিনের আইসোলেশনে থাকতে হবে। আগামী ৪ মার্চ নিউজিল্যান্ডে শুরু হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৫ মার্চ ডানেডিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। মূল টুর্নামেন্টের আগে টাইগ্রেসরা আইসিসির আয়োজনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। সেই প্রস্তুতি ম্যাচের আগে নিউজিল্যান্ডের স্থানীয় দলের বিপক্ষে আরো দুটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করে রেখেছে বিসিবি। আগামী ৩ এপ্রিল ক্রাইস্টর্চাচে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মোসাম্মত রিতু মণি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা ম-ল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম। ট্র্যাভেলিং রিজার্ভ : সানজিদা আক্তার মেঘলা ও নুজহাত তাসনিয়া।