September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 25th, 2022, 7:35 pm

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়ারা

অনলাইন ডেস্ক :

ক্রাইস্টচার্চে প্রথম টেস্টের কথা হয়তো ভুলে যেতে চাইবেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা। ওই ম্যাচে প্রথম ইনিংসে ৯৫ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে আবার ১১১ রানে গুটিয়ে যায় তারা। ইনিংস ব্যবধানে পরাজয়ের লজ্জাবরণ করে প্রোটিয়া বাহিনী। সেই একই মাঠে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান। শতক হাঁকিয়েছেন ওপেনার সরেল এরউই। আউট হওয়ার আগে ২২১ বল মোকাবিলায় ১০৮ রান করে গেছেন তিনি। তার আগে অপর ওপেনার অধিনায়ক ডিন এলগার করেন ৪১ রান। তাদের দুজনের জুটি থেকে আসে ১১১ রান। এরপর তিনে নামা এইডেন মারকামও ৪২ রান করে ফিরে গেছেন। প্রথম দিন শেষে রাসি ভ্যান ডের ডুসেন ১৩ ও টেম্বা ভুবামা ২২ রানে অপরাজিত আছেন। কিউই বোলারদের মধ্যে টিম সাউদি, ম্যাট হেনরি ও নিল ওয়াগনার একটি করে উইকেট শিকার করেছেন।