November 29, 2021

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 31st, 2021, 7:33 pm

নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ম্যাট হেনরি এখন ঢাকায়

অনলাইন ডেস্ক :

করোনায় আক্রান্ত নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ফিন অ্যালেনের বদলি হিসেবে ম্যাট হেনরির নাম আগেই ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার দুপুরে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। তবে এই পেসারকে ৭২ ঘণ্টা থাকতে হবে কোয়ারেন্টাইনে। আগামীকাল বুধবার থেকে শুরু হওয়া ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে অনিশ্চিত তিনি। ৩ সেপ্টেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টির সময় হেনরির কোয়ারেন্টাইন শেষ হবে। তবে অনুশীলন ছাড়া দ্বিতীয় ম্যাচে খেলতে নামবেন কিনা সেটাই দেখার বিষয়। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, ‘এটা পরিষ্কার যে ফিনের রিপ্লেসমেন্ট ম্যাট নয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এত অল্প সময়ের মধ্যে সেই আমাদের সেরা অস্ত্র। সে কোভিডের দুই ডোজ টিকাই পেয়েছে এবং ঢাকা থেকে তার দেশে ফেরার জন্য এমআইকিউ বেডও প্রস্তুত আছে।’