October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 12th, 2021, 8:19 pm

নিউজিল্যান্ডের স্কোয়াড দেখে অবাকই হয়েছেন ডোমিঙ্গো

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড পাঠাচ্ছে আনকোরা একটি দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডের একজন ক্রিকেটারও খেলবেন না টাইগারদের বিপক্ষে। এমন কিছুতে অবাকই হয়েছেন বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো। চলতি মাসের শেষদিকে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কিউইরা। টম ল্যাথামকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে নেই ২ মাস পরের বিশ্বকাপের কোনো ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ আগামী কয়েক মাস ব্যস্ত ক্রিকেট সূচি নিউজিল্যান্ডের। এই সময়ে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত সফর করবে কিউইরা। তবে বাংলাদেশ ও পাকিস্তান সফরের থাকছেনা গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা। মাঝে আইপিএল খেলবে কিউই ক্রিকেটাররা। এরপর ভারত সফর ও বিশ্বকাপে ঠিকই কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্টদের পাওয়া যাবে। বিশ্বকাপের আগে বলে নিউজিল্যান্ড ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বলছে খেলোয়াড়দের বিশ্রাম দিতেই এমন ভাবনা। তবে বিশ্বকাপের আগে বলেই বাংলাদেশের কন্ডিশনে অনভিজ্ঞদের পাঠানো অবাক করেছে টাইগার কোচ রাসেল ডোমিঙ্গোকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয় উদযাপন করেছে বিসিবি। বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেই আয়োজনের ফাকেই সংবাদ মাধ্যমের সাথে কথা বলে কোচ ডোমিঙ্গো। নিউজিল্যান্ডের স্কোয়াড প্রসঙ্গে তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের স্কোয়াড দেখে আমি কিছুটা অবাক হয়েছি। তবে নিউজিল্যান্ডে এখন প্রচুর ভালো ক্রিকেটার রয়েছে। তাদের অনেক ক্রিকেটার আইপিএলে খেলে।’ এদিকে অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের অনভিজ্ঞ দলটিকেও হারানোর ব্যাপারে আশাবাদী ডোমিঙ্গো, ‘আমরা দেশের মাটিতে খেলছি, ভালো খেলছি। আমরা অনুভব করি নিউজিল্যান্ডকে হারাতে পারব। তবে নিশ্চিত করতে হবে আমরা যেন ভালো খেলি।’ ‘এসব সিরিজ থেকে যেকোনো প্রতিপক্ষকে হারানোর আত্মবিশ্বাস নেওয়ার আছে। ক্রিকেটে আত্মবিশ্বাস খুবই জরুরী। জানি টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের এখনও অনেক বিভাগে উন্নতি করার আছে।’