October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 26th, 2022, 7:49 pm

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান

অনলাইন ডেস্ক :

চলতি বছরেই অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে বিষয়টি। পিসিবি সভাপতি রমিজ রাজা বলেন, ‘আমরা নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছি। আমি চাই, বিশ্বকাপের আগে আমাদের দল অস্ট্রেলিয়ান পরিবেশে কিছু আন্তর্জাতিক ম্যাচে অংশ খেলুক। তাহলে, এই ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে দল তাদের সেরা কম্বিনেশন ঠিক করে নেওয়ার সুযোগ পাবে, নিজেদের ভালোমতো পরীক্ষা করে নিতে পারবে। ’সিরিজে অংশ নেওয়ার জন্য আগামী ৪ অক্টোবর নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে পাকিস্তান দল। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড খুব শিগগির এই সিরিজের সূচি ঘোষণা করবে। শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। নিউজিল্যান্ডে সিরিজ খেলার জন্য রমিজের এই পরিকল্পনা আদৌ সফল হবে কি না, সেটা বিশ্বকাপের পরই বোঝা যাবে!