October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 19th, 2021, 7:32 pm

নিউজিল্যান্ডে ভালো কিছু করতে চান শরীফুল

অনলাইন ডেস্ক :

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাওয়া বাংলাদেশ দল এখন হোটেলবন্দি হয়ে আছে। আগামী ২১ তারিখ এই কোয়ারেন্টিন শেষ হবে। তারপর হয়তো অনুশীলন। এজন্য সবাইকে করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে। যে পরীক্ষার জন্য নমুনা ইতোমধ্যেই নেওয়া হয়েছে। নিউজিল্যান্ডে শনাক্ত হওয়া প্রথম ওমিক্রন ধরনে আক্রান্ত ব্যক্তির সঙ্গে একই বিমানে থাকায় বাড়তি সতর্কতার মধ্য দিয়ে যেতে হচ্ছে বাংলাদেশ দলকে। একদিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ক্রিকেটাররা খুব মানসিক অস্বস্তিতে ভূগছেন। এরপর রোববার বিসিবির পাঠানো ভিডিওবার্তায় তরুণ পেসার শরিফুল ইসলাম বলেছেন, ‘আমাদের খুব ভালো লাগছে। ০রোববার শেষ একটা করোনাভাইরাস পরীক্ষা হয়েছে। আজ যদি ফল নেগেটিভ আসে, তাহলে পরশু থেকে আমরা অনুশীলন করতে পারব। এ নিয়ে সবার ভেতর রোমাঞ্চ কাজ করছে। অনেক দিন ধরে অনুশীলন করছি না। সবাই দোয়া করবেন যেন, পরীক্ষার ফল নেগেটিভ আসে।’ বাংলাদেশ দলকে এখন দুই ভাগ ভাগ করে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনা আক্রান্ত ওই বিমানযাত্রীর কাছাকাছি থাকা সফরকারীদের ৯ সদস্যকে দেওয়া হয় ইয়েলো ব্যান্ড। অন্য ১৯ সদস্যকে দেওয়া হয় ব্লু ব্যান্ড। টাইগাররা লম্বা সময় পেরিয়ে তারা এখন কোয়ারেন্টিনের শেষ ধাপে দাঁড়িয়ে। শরীফুল আরও বলেছেন, ‘আমাদের দুটি গ্রুপ করে দিয়েছে। প্রতিদিন সময় করে দুবার আমরা নিচে এসে দুই তিনবার সামাজিক দুরত্ব মেনে সবার সঙ্গে দেখা করতে পারি। তখন ভালো লাগে। একজন আরেক জনের চেহারা দেখলে ভালো লাগে। তখন কথা হয়। মাঠে গিয়ে ভালো অনুশীলন করে ভালো কিছু করার প্রত্যাশা করছি। সেটা করে দেখাব এবার।’