November 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 15th, 2022, 8:14 pm

নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন মুমিনুলরা

নিজস্ব প্রতিবেদক:

নিউজিল্যান্ড সফর শেষে শনিবার দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অকল্যান্ড থেকে দুবাই হয়ে মুমিনুল হকদের বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছেছে বিকেল ৫টায়। দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে গিয়ে এবার প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে কিউইদের বিপক্ষে ওদের ঘরের মাঠেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সে হিসেবে সফল একটি সিরিজ শেষ করে দেশের মাটিতে পা রাখল টাইগাররা বলাই যায়। এর দুদিন আগে, মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ফিরে এসেছেন। দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা সেখান থেকে নিজ নিজ দেশে গেছেন ছুটি কাটাতে। বাকিরা শনিবার (১৫ জানুয়ারী) দেশে ফিরেছেন। দেশে এসে দুই-তিন দিন ছুটি কাটিয়ে তারা আবার যোগ দেবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় টেস্ট ৩ দিনেই শেষ হওয়ার পর বিমানের ফ্লাইটসূচি পরিবর্তন করে আগেই ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার কথা ভাবে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। তবে তা সম্ভব হয়নি। পাঁচদিন খেলা হলে ম্যাচ শেষ হতো ১৩ জানুয়ারি। সে হিসেবে বাংলাদেশ দলের টিকিট কাটা হয় ১৪ জানুয়ারি। অবশেষে শুক্রবার অকল্যান্ড ছাড়েন মুমিনুলরা।