October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 19th, 2022, 12:26 pm

নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর নিউমার্কেট এলাকায় সোমবার মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থী ও কয়েকজন ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

রাত ১২টার দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী কেনাকাটা করতে নিউমার্কেটে গেলে কয়েকজন দোকানদারের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের শিক্ষার্থীরা হামলাকারীদের মারধর করতে সেখানে যায়।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়ক ও দোকানপাটে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করলে মিরপুর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ ফারুকুজ্জামান বলেন, ‘ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি তবে সংঘর্ষের কারণ এখনো জানা যায়নি।

—ইউএনবি