অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে চলছে তিন দিনের হট এয়ার বেলুন ফেস্টিভাল। আকাশে নানান আকৃতি ও রঙের বেলুন দেখতে দূরদূরান্ত থেকে সমবেত হয় দর্শনার্থীরা। করোনার কারণে গত বছর এই উৎসব বাতিল করা হলেও এবার বেশ বড় পরিসরেই চলছে আয়োজন ।
নিউ জার্সির রিডিংটনের আকাশে উড়ছে নানা রঙের হট এয়ার বেলুন। রৌদ্রকরোজ্জ্বল দিনে হিমেল বাতাসে ভেসে আকাশে ওড়ার মুহূর্ত দারুন উপভোগ করছেন এয়ার বেলুনে আরোহণকারীরা।
৩৮তম বার্ষিক নিউ জার্সি লটারি বেলুন উৎসব দেখতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে আসেন দর্শনার্থীরা। এবছর প্রায় ১শটি বেলুন নিয়ে শুরু হয়েছে এই উৎসব।
আরও পড়ুন
আমদানির খবরে কমেছে পেঁয়াজের দাম, তেল-চিনি-ডিমের বাজার চড়া
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব জাপান, সুনামির সতর্কতা নেই
এরদোয়ান জিতলে তুরস্কে জাতীয়তাবাদ তীব্র হবে