October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 10th, 2023, 7:55 pm

নিউ জিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকবে তারকারা?

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড। বিশ্বকাপের ঠিক আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা প্রস্তুতির ভালো সুযোগ। যদিও নিউ জিল্যান্ড দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে। একই পথে হাঁটতে যাচ্ছে বাংলাদেশও। বিশ্বকাপের আগে এই সিরিজে নিয়মিত তারকাদের বিশ্রাম দিতে পারে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে সেরা আট ক্রিকেটারকে পাঠাচ্ছে না নিউজিল্যান্ড। তাদের মধ্যে অনত্যম ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার ও টিম সাউদি। এ ছাড়া প্রথম সন্তান জন্ম নেবে বলে পারিবারিক কারণে সফরে বিবেচিত হননি মার্ক চ্যাপম্যান ও জিমি নিশাম। একই পরিকল্পনার কথা জানিয়েছেন, স্বয়ং অধিনায়ক সাকিব আল হাসান।

মূলত ঠাসা এই সূচির কথা মাথায় রেখে কয়েকজন ক্রিকেটারের বিশ্রামের প্রয়োজনীয়তা দেখছেন তিনি। শনিবার শ্রীলঙ্কার কাছে হারার পর সংবাদ সম্মেলনে অধিনায়ক তেমন ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘সবারই সুযোগ আছে (নিউ জিল্যান্ড সিরিজে)। কারণ আমাদের বেশীরভাগ ক্রিকেটারই এশিয়া কাপ খেলছে। তাদের পর্যাপ্ত বিশ্রাম থাকতে হবে। যারা বিশ্বকাপের দলে নিশ্চিত, আমি মনে করি তাদের বিশ্রামের প্রয়োজন আছে। কারণ সামনে অনেক দিন খেলা, বিশ্বকাপে নয়টি ম্যাচ, প্রস্তুতি ম্যাচ দুটি, অনেক ভ্রমণও করতে হবে।’ টানা খেলার কারণে চোটে পড়ার ঝুঁকি থাকবে ক্রিকেটারদের।

ইতোমধ্যে এবাদত হোসেন ইনুজরিতে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। ফলে আর কাউকে নিয়ে বিশ্বকাপের আগে ঝুঁকি নিতে চান না সাকিব, ‘আর ইনজুরি আমরা নিতে পারবো না। আমাদের বেঞ্চে এমন শক্তিশালী কেউ নেই যে কেউ ইনজুরিতে পড়লে তার জায়গায় সহজেই আরেকজনকে নিতে পারবো। তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সবাই যেন ফিট থাকে, সুস্থ থাকে। তাহলে যেন আমরা দলে থাকা ক্রিকেটারদের থেকে সেরা একাদশ বাছাই করতে পারি।’ আগামী ১৭ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড দল। ওয়ানডে তিনটি অনুষ্ঠিত হবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।