September 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 13th, 2023, 8:46 pm

নিখোঁজ সাংসদ সানি দেওলের খোঁজ দিলে মিলবে ৫০ হাজার!

অনলাইন ডেস্ক :

চলতি বছর ‘গদর-২’ সিনেমা দিয়ে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছেন বলিউড অভিনেতা সানি দেওল। সিনেমাটির এমন সাফল্যে যেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই অভিনেতার পুনর্জন্ম হয়েছে। তবে তারই মাঝে হঠাৎ নিখোঁজ অভিনেতা। ভারতের বিভিন্ন জায়গায় সানি দেওলের নামে নিখোঁজ পোস্টার সাঁটানো হয়েছে! শুধু তাই নয় খুঁজে দিতে পারলে মিলবে নগদ ৫০ হাজার টাকার পুরস্কার, এমনটাও জানানো হয়েছে! তবে এমন ঘটনার পেছনে রহস্য কী? আর জনপ্রিয় এই তারকাই বা কোথায় নিখোঁজ হলেন!

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সানি দেওল অভিনেতা হওয়ার পাশাপাশি পাঞ্জাবের গুরদাসপুরের সাংসদ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গুরদাসপুরের বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়ান সানি। কংগ্রেসের প্রতিপক্ষকে প্রায় ৮২ হাজার ভোটে হারিয়ে সাংসদ হন এই অভিনেতা। তারপর থেকেই নাকি নিজের নির্বাচনী এলাকায় দেখাই মেলেনি তার। আর এতেই ক্ষোভ জন্মেছে এলাকাবাসীর। তারা সানির ছবি দিয়ে একটি পোস্টার টানিয়ে দেন গুরদাসপুর, পাঠানকোট এলাকায়। যেখানে লেখা, ‘নিখোঁজ হয়ে গেছেন, খুঁজে দিন।

বিজেপি সাংসদ হারিয়ে গেছেন, খুঁজে দিতে পারলে রয়েছে ৫০ হাজার টাকা পুরস্কার।’ স্থানীয়দের মতে, জেতার পর থেকে এক বারও নাকি দেখা যায়নি এ সাংসদকে। স্থানীয় অভাব-অভিযোগও তার অজানা। অপরদিকে, ‘গদর-২’ হিট হওয়ার পরই সানি জানান রাজনীতিতে থেকে অবসর নিতে চান তিনি। অভিনয়ই তার জগৎ, রাজনীতি নয়। সূত্র: ইন্ডিয়া টাইমস