অনলাইন ডেস্ক :
হালের ব্যস্ত নায়িকা পূজা চেরি। বর্তমানে শাকিব খানের বিপরীতে ‘গলুই’- নামের সিনেমায় প্রথমবারের মতো নায়িকা হয়ে অভিনয় করছেন। তার চরিত্রের নাম মালা। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের এই সিনেমাটি পরিচালনা করছেন এস এ হক অলিক। জামালপুরে সিনেমাটির শুটিং চলছে। মালা চরিত্রটি ধারণ করার জন্য পূজা নিজেকে বদলে ফেলেছেন। শুটিং সেটের একটি ছবিও প্রকাশ করেছেন এই নায়িকা। যেখানে তাকে দেখা গেছে সবুজ শাড়িতে। এমন লুকে এর আগে দেখা যায়নি পূজাকে। ‘পোড়ামন ২’ খ্যাত এ নায়িকা বলেন, এই সিনেমায় আমি ধনী পরিবারের এক মেয়ের চরিত্রে অভিনয় করছি। এই চরিত্রের জন্য আমাকে বদলে ফেলতে হয়েছে। শাকিব খানের মতো তারকা শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও চমৎকার বলে জানান পূজা। তিনি বলেন, শাকিব ভাইয়া খুবই ভালো একজন অভিনেতা। সহশিল্পী হিসেবেও দারুণ। খুব সাপোর্টিভ। বেশ উপভোগ করছি ‘গলুই’- সিনেমার শুটিং। নৌকার গলুই থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে ‘গলুই’। গলুই যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য। সরকারি অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু। এদিকে ‘গলুই’ সিনেমার আগে ‘হৃদিতা’ সিনেমার কাজ শেষ করেছেন। এ ছাড়া ‘শান’, ‘জ¦ীন’, ‘সাইকো’সহ কয়েকটি সিনেমা তার মুক্তির প্রহর গুনছে। সবমিলিয়ে সুসময়ই যাচ্ছে পূজার।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ