September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 15th, 2023, 7:55 pm

নিজেদের লক্ষ্যের কথা জানলো টাইগাররা

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে আগামী রোববার। সিরিজ শুরুর আগে শুক্রবার ডানেডিনে ট্রফি উন্মোচন করেছেন নাজমুল হোসেন শান্ত এবং টম লাথাম। ট্রফি উন্মোচন শেষে গণমাধ্যমে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন শান্ত। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানিয়ে শান্ত বলেন, ‘দল হিসেবে আমরা সিরিজ জিততে মুখিয়ে আছি। আমাদের দলটা ভালো। গত বছর আমরা এখানে একটি টেস্ট জিতেছি। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জেতা আমাদের লক্ষ্য। যদি জিততে পারি, দারুণ হবে।’ গত বৃহস্পতিবার নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২৬ রানের জয়ে বেশ ভালো প্রস্তুতি সেরেছে টাইগাররা। স্

বস্তির কথা হলো রানে ফিরেছেন ব্যাটাররা। চার ব্যাটার হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। ব্যাটারদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে শান্ত আরও বলেন, ‘আমার মনে হয় ছেলেরা (প্রস্তুতি ম্যাচে) খুব ভালো ক্রিকেট খেলেছে। উইকেট খুব ভালো ছিল। প্রস্তুতির দিক থেকে সবাই নিজের কাজ করছে। নিউজিল্যান্ড একাদশও ভালো ক্রিকেট খেলেছে। তো এটি দারুণ একটি প্রস্তুতি ম্যাচ হয়েছে। ছেলেরা এই সিরিজের ব্যাপারে আত্মবিশ্বাসী।’