অনলাইন ডেস্ক :
সেলিব্রিটিরা সাধারণত সন্তানদের ছবি সোশ্যাল মিডিয়াতে সহসা প্রকাশ করেন না। তা সংস্কার থেকে বা নজর লেগে যাবার জন্য শুধু নয়। নানান কারণেই হতে পারে। প্রিয়াঙ্কা চোপড়ার কন্যাকেও গণমাধ্যমে ছবি আনতে বেশ খানিকটা সময় নিয়েছে। আলিয়াও বলেছিলেন, যে দেরি আছে। কিন্তু এত তাড়াতাড়ি কন্যা রাহার ছবি পোস্ট করে দিলেন আলিয়া ভাট? গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে তার পোস্ট ঘিরে শোরগোল। গোলাপি পোশাক পরা এই ফুটফুটে শিশুকন্যা কে? সুন্দর এক আবহে তাকে বসিয়ে ছবি তোলা হয়েছে। তাকে দেখে মন্তব্যের বন্যা। সকলেই শুরুতে ভাবলেন রণবীর কাপুর আর আলিয়া তাদের সন্তানের ছবি প্রকাশ্যে এনেছেন। সত্যি কি তাই? আলিয়ার ইনস্টাগ্রাম প্রোফাইল ঘাঁটলে দেখা যাবে একটি নয়, পর পর তিনটি শিশুর ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। অনুরাগীদের অবশ্য ক্যাপশন পড়ার ধৈর্য্য ছিল না। অনেকেই জানেন, নিজস্ব পোশাকের সংস্থা আছে আলিয়ার, যেখানে শিশুদের পোশাক তৈরি হয়। সেই ব্র্যান্ড প্রমোশনের জন্যই ছবি পোস্ট করেন। এদিকে এই ছবিগুলো নিয়েই যেন কুইজ প্রতিযোগিতা চলে যে, কোনটি আলিয়ার সন্তান? তবে বিষয়টি নিয়ে খানিক বিব্রত আলিয়া। আলিয়া জানান,‘আমি আর যাই করিনা কেন? আমার এতটুকুন বাচ্চাকে বিপণন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করবো না।’কিন্তু আলিয়া তার এই মন্তব্যে আরও বেকায়দায় পড়েন। কারণ আলিয়া কন্যা রাহাকে নিয়ে মা হিসেবে এমন মন্তব্য করলেও বিজ্ঞাপনে ব্যবহার করা মডেলও তো কারো না কারো সন্তান। তাই আলিয়া তাদেরকে কটাক্ষ করেছেন, এমনটাই মন্তব্য সকলের।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ