October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 2nd, 2022, 8:39 pm

নিম্ন আয়ের মানুষের জন্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি

ছবি: পি আই ডি

রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) শোকের মাস উপলক্ষে সারা দেশে এক কোটি নিম্ন আয়ের পরিবারের জন্য ন্যায্য মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি শুরু করেছে।

মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিক্রয় উদ্যোগের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কার্ড রয়েছে এমন প্রায় এক কোটি পরিবার পর্যায়ক্রমে প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে।’

তিনি এই নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রিতে কোনো অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন।

কার্ডধারী প্রত্যেকে এক কেজি চিনি ৫৫ টাকায়, দুই কেজি মসুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা, দুই লিটার সয়াবিন তেল ১১০ টাকা প্রতি লিটার এবং দুই কেজি পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকায় কিনতে পারবেন।

এবার, করপোরেশনের ট্রাকে প্রয়োজনীয় জিনিস বিক্রি করবে না বরং যোগ্য ব্যক্তিদের ডিস্ট্রিবিউটরদের দোকান থেকে বা নির্দিষ্ট জায়গায় গিয়ে কিনতে হবে।

—-ইউএনবি