September 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 30th, 2024, 8:50 pm

নিরাপত্তা চেয়ে জিডি করলেন সংসদ সদস্য সায়েদুল হক সুমন

জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

শনিবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় জিডি করেন সুমন। বিষিয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী।

জিডিতে সুমন গত ২৭ জুন দিবাগত রাত ২টার দিকে চুনারিঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছ থেকে হোয়াটসঅ্যাপে একটি কল পাওয়ার কথা জানান।

সুমন লিখেছেন, ওসি তাকে জানান, অজ্ঞাত পরিচয় চার-পাঁচজনের একটি শক্তিশালী দল তাকে হত্যার পরিকল্পনা করছে। সুমনকে রাতে বাইরে বের না হয়ে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।

জিডিতে সুমন আরও উল্লেখ করেন, ওই গ্রুপের সদস্যদের পরিচয় জানতে চাইলে ওসি তাদের নাম প্রকাশ করেননি। এ কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

—–ইউএনবি