অনলাইন ডেস্ক :
বিশ্বকাপের প্রথম রাউন্ডে অংশ নিতে ওমান পৌঁছেছে বাংলাদেশ দল। টাইগার বাহিনী সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টা নাগাদ ওমানের রাজধানী মাসকাটে পৌঁছায়।
এর আগে নানা দোলাচলের মধ্যে শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে রোববার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে টাইগারদের নিয়ে ওমানের পথে উড়াল দেয় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।
হোটেলে একদিন রুম কোয়ারেন্টাইন করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। রুম কোয়ারেন্টাইন শেষ করে আগামীকাল থেকেই বিশ্বকাপ প্রস্তুতিতে নেমে পড়বেন মাহমুদউল্লাহ রিয়াদ অ্যান্ড কোং।
সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান বাদে বিশ্বকাপ স্কোয়াডে থাকা সদস্যরা ওমান যাত্রা করেন। আইপিএলে খেলার জন্য সাকিব-মোস্তাফিজ আরব আমিরাতে অবস্থান করছেন। তারা দুজন ৯ অক্টোবর আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন।
আরও পড়ুন
বাংলাদেশের মানি এক্সচেঞ্জ হাউজগুলো পশ্চিমা দেশে ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাচ্ছে
অনিয়ম-দুর্নীতে রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট বাস্তবায়নে শঙ্কা
৭টি সংস্থার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর পিএমও’র